রাজ্যে Securities and Exchange Board of India (SEBI) দপ্তরে স্থায়ী কর্মী নিয়োগ 2022
west Bengal SEBI Recruitment 2022 Helpshunt: Securities and Exchange Board of India (SEBI) অফিসে কেন্দ্র সরকারের তরফ থেকে এতদিন পরে একটি বড় Recruitment বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্ত থেকে ছেলে ও মেয়ে উভয়ই Assistant Manager Grade – A পদে আবেদন করতে পারবে | প্রত্যেকটি পদে রয়েছে একাধিক শূন্য পদ | বিস্তারিত জানতে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন এবং জেনে নিন ..
West Bengal SEBI Recruitment 2022:
পোস্ট নাম | সহকারী ম্যানেজার গ্রেড – A |
প্রতিষ্ঠানের নাম | সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) |
পোষ্ট | সহকারী ম্যানেজার (সাধারণ) – 80টি পদ সহকারী ম্যানেজার (আইনি) – 16টি পদ সহকারী ম্যানেজার (তথ্য প্রযুক্তি) – 14টি পদ গবেষণা – 07টি পদ সরকারি ভাষা – 03টি পদ |
পোস্টের সংখ্যা | 120 টি পোস্ট |
বেতন কাঠামো | নিয়ম অনুযায়ী |
Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা) | 1. Assistant Manager (General) – প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা আইনে স্নাতক ডিগ্রি অথবা CA / CFA / CS / Cost Accountant ডিগ্রি অথবা সমমানের অন্য কোন ডিগ্রী থাকতে হবে | 2. Assistant Manager (Legal) – প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে আইনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 3. Assistant Manager (Information Technology) – প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার/তথ্য প্রযুক্তিতে স্নাতকোত্তর যোগ্যতা (ন্যূনতম 2 বছর মেয়াদী) অথবা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স) সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে | 4. Research – প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য / পরিসংখ্যান / অর্থনীতি / ব্যবসা বিজ্ঞাপনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে | 5.Official Language – প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সহ হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা হিন্দির সাথে সংস্কৃত / ইংরেজি / অর্থনীতি / বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে | |
চাকরির স্থান | সারা ভারত |
বয়স সীমা (Age Limit for SEBI Recruitment )
৩১-ডিসেম্বর-২০২১ অনুযায়ী ন্যূনতম- N/A সর্বোচ্চ – 30 বছর (নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে) |
আবেদন পদ্ধতি (How to Apply for SEBI )
05 জানুয়ারী 2022 থেকে নীচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কে গিয়ে খুব সহজেই প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে west Bengal SEBI Recruitment
***প্রার্থীদের আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ার অনুরোধ রইল |
আবেদন এর নির্দেশিকা/প্রক্রিয়া:
- প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
- ফি প্রদান
- ফটোগ্রাফ আপলোড করতে হবে।
- স্বাক্ষর, বাম হাতের আঙুলের ছাপ এবং
- হাতের লেখার ঘোষণা আপলোড করতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important dates for SEBI Recruitment) & আবেদন ফী(Application Fee)
গুরুত্বপূর্ন তারিখ (Important dates for SEBI Recruitment) | আবেদন ফী(Application Fee) |
• অনলাইন রেজিস্ট্রেশনের শুরু– 05-জানুয়ারি-2022 • শেষ তারিখ – 24-জানুয়ারি 2022 • শেষ তারিখ ফি প্রদান – 24-জানুয়ারি-2022 • পরীক্ষার তারিখ পর্যায় I – 20-ফেব্রুয়ারি-2022 • পরীক্ষার তারিখ দ্বিতীয় পর্যায়– 20 মার্চ এবং 03 এপ্রিল 2022৷ | • সাধারণ / OBC / EWS – টাকা 1000/- • SC/ST/PH – টাকা। 100/- অর্থপ্রদান শুধুমাত্র অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং বা ই-মিত্রের মাধ্যমে করতে হবে | |
নিয়োগ পদ্ধতি (Selection Process for West Bengal SEBI Recruitment)
সিবিটি পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।
প্রয়োজনীয় লিঙ্ক(Important Links for SEBI):
Official Notice | Download Here |
Official Website | Click Here |
Apply Here | Click Here |