প্রচুর ICT শিক্ষক নিয়োগ 2022 |West Bengal ICT computer teacher Recruitment 2022

পশ্চিমবঙ্গ  সরকারি স্কুলে  প্রচুর ICT শিক্ষক নিয়োগ |West Bengal ICT computer teacher Recruitment 2022

West bengal ICT computer Teacher Recruitment 2022 : Helpshunt-  পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি স্কুলে ICT প্রযুক্তি ক্ষেত্রে  কম্পিউটার অপারেটর পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর তরফ থেকে | রাজ্যে 1719 টি সরকারি  স্কুলে computer operator and coordinator পদে ICT computer teacher নিয়োগ করা হবে যেখানে পশ্চিমবঙ্গের  23 টি জেলার ছেলে ও মেয়ে উভয়েই কে আবেদন করার আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার |

ইতিমধ্যে  অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে,আগ্রহী প্রার্থীরা খুব সহজে আবেদন করতে পারবে | কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে ? বয়স সময়সীমা কি চাওয়া হয়েছে ? বেতন কাঠামো কি থাকবে ? পশ্চিমবঙ্গ ICT computer শিক্ষক নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন এবং জেনে নিন ..

West Bengal ICT computer Teacher Recruitment 2022 :

নোটিশ নাম্বার 2102945/2022/O/o JS(SED)
পোস্ট নামICT computer Teacher
প্রতিষ্ঠানের নামGovernment of West Bengal School Education Department
মোট শূন্যপদ1719টি শূন্যপদ
চাকরির স্থানপশ্চিমবঙ্গের সরকারি স্কুলে

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):

প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার এক বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

বয়স সীমা (Age Limit):

 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে সরকারি চাকরির নিয়ম অনুযায়ী 

আবেদন পদ্ধতি(How to Apply)

ICT computer Teacher পদে আবেদন অনলাইনে  পদ্ধতিতে করা যাবে |নিচে আবেদন করার লিংক দেওয়া আছে  |

প্রার্থীদের আবেদন করার সময় নিম্নলিখিত নথিগুলি আপলোড করতে হবে -jpg/pdf Format maximum 300 kb 

  1. রিসেন্ট রঙিন পাসপোর্ট সাইজও ছবি
  2. জন্ম তারিখের প্রমাণ হিসাবে 10 তম শ্রেণীর শংসাপত্র
  3. স্নাতক পাশের শংসাপত্র
  4. ন্যূনতম 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট
  5. ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা

নির্বাচন প্রক্রিয়া (SELECTION PROCESS):

  1. লিখিত পরীক্ষা – কারিগরি দক্ষতা ভিত্তিক
  2. টেকনিক্যাল ইন্টারভিউ
  3. চূড়ান্ত ইন্টারভিউ
  4. প্রশিক্ষণ প্রোগ্রাম স্কুল সমন্বয়কারী- এর মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হবে |

***প্রার্থীদের আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ার অনুরোধ রইল |

Guideline / InstructionClick Here
Official WebsiteClick Here
Apply HereClick Here
স্কুলের তালিকা দেখে নিনClick Here

Leave a Comment